স্টাফ রিপোর্টার: দর্শনা আনোয়ারপুরের ফজলুর রহমানকে (৩০) কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করা হয়েছে। গতরাত সাড়ে ৯টার দিকে কেরুজ ক্লাবের পাশে তাকে কয়েকজন কুপিয়ে ও পিটিয়ে আহত করে বলে জানিয়েছেন ফজলুর রহমানের শয্যাপাশে থাকা লোকজন।
ফজলুর রহমান দর্শনা আনোয়ারপুরের মতাহর হোসেনের ছেলে। তিনি ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, কেরুজ ক্লাবে বসেছিলাম। শান্তিনগরের বাচ্চুর ছেলে হৃদয় কয়েকজনকে সাথে নিয়ে এসে ক্লাব থেকে ডেকে বাইরে নেয়। এরপর কুপিয়ে ও পিটিয়ে আহত করে। পরে স্থানীয়রা উদ্ধার করে। প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে নেয়া হয়। মাথায় ও শরীরের আঘাত গুরুতর হওয়ায় চুয়াডাঙ্গা হাসপাতালে নিতে হয়েছে। ফজলুর রহমান এ অভিযোগ করলেও ঘটনার আড়ালে আর কোনো ঘটনা আছে কি-না তা অবশ্য তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।