ডিঙ্গেদহ প্রতিনিধি: মহান বিজয় দিবস উপলক্ষে চুয়াডাঙ্গা সদর উপজেলার ফুলবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়মাঠে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে। সন্ধ্যা ৭টায় পুরস্কার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশিং কমিটির সদস্য আব্দুস ছাত্তার মাস্টার। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশিং কমিটির উপদেষ্টা ইলিয়াস হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শাহাদত হোসেন, সদর উপজেলা যুব লীগের আহ্বায়ক আমির হোসেন, শঙ্করচন্দ্র ইউপি সদস্য ছাদেক আলী, পুলিশিং কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মতিয়ার রহমান, দলু মণ্ডল, আব্দুল মজিদ, সোবারেক হোসেন, ওয়াজেদ আলী মাস্টার, শুকুর আলী প্রমুখ। ফুলবাড়ি যুব সমাজের পক্ষ থেকে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান শেষে অতিথিবৃন্দ প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও শঙ্করচন্দ্র সরকারি প্রাথমিক বিদ্যালয় ও জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।