দেশে আর্সেনিকের ভয়াবহতা মারাত্মক রূপ নিয়েছে

 

মেহেরপুর অফিস: বাংলাদেশে আর্সেনিকের ভয়াবহতা মারাত্মক রূপ নিয়েছে। বিশ্বের অন্যান্য দেশে যেখানে ১০ পিপিএম মাত্রাযুক্ত পানি পান করার অনুমতি রয়েছে, সেখানে বাংলাদেশে ৫০ পিপিএম মাত্রাযুক্ত পানি পান করতে বাধ্য হতে হচ্ছে (বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসেব মতে)। আর্সেনিকযুক্ত পানি একটানা ২ বছর পান করলে মারণব্যাধি ক্যান্সার, কিডনি সমস্যা ও পাকস্থলীতে আলসার হওয়া স্বাভাবিক। এছাড়া বিভিন্ন ধরনের জটিল ও কঠিন চর্মরোগ হতে পারে। এ থেকে পরিত্রাণ পেতে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। প্রচুর পরিমাণ শাক-সবজি খেতে হবে।

গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমিতে আর্সেনিকের ভয়াবহতা ও এর করণীয় শীর্ষক এক কর্মশালায় এ কথাগুলো বলেন অনুষ্ঠানের বিশেষ অতিথি মেহেরপুর জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী বশির আহমেদ। শুভেচ্ছা বক্তব্যে ইম্প্যাক্টের প্রজেক্ট ম্যানেজার মনোয়ার হোসেন জানান মেহেরপুর সদর উপজেলার মোট ৫টি ইউনিয়নের প্রায় সব গ্রামের পানিতে আর্সেনিকের উপস্থিতি লক্ষ্য করা গেছে। তাই এ উপজেলার মোট এক লাখ ২৭ হাজার ৩শ পুরুষ ও এক লাখ ২৯ হাজার ৩৪২ জন নারী স্বাস্থ্য ঝুঁকির মধ্যে রয়েছেন। এদের মধ্যে ৪০ শতাংশ মানুষ মাত্রারিক্ত ঝুঁকির মধ্যে রয়েছেন।

ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ মেহেরপুর প্রোগ্রামের প্রশাসক ডা. মাহাবুব হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান। কামরুন নাহারের সঞ্চালনায় বক্তব্য রাখেন মেহেরপুর প্রেসক্লাব সভাপতি রশিদ হাসান খান আলো, বুড়িপোতা ইউপি চেয়ারম্যান আব্দুর রউফ মুকুল, খান ফাউন্ডেশন মেহেরপুরের সমন্বয়কারী রেহেনা মান্নান প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন প্রচার প্রচারণার মাধ্যমে জনসচেতনতা সৃষ্টি করতে হবে। জিও-এনজিওসহ সকলকে এগিয়ে আসতে হবে। অন্যথায় আর্সেনিকের কুফল সকলকে ভোগ করতে হবে।

আদালতের নির্দেশে জামায়াত নেতা-কর্মীদের কারাগারে নেয়ার প্রস্তুতি চলছে

Leave a comment