দামুড়হুদায় ট্রাকভর্তি ফেনসিডিল উদ্ধার

 

 

দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদায় বিজিবি সদস্যরা চোরাচালান বিরোধী অভিযান চালিয়ে ১ হাজার ২শ বোতল ফেনসিডিলসহ একটি মিনি ট্রাক জব্দ করেছে। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক আনোয়ার জাহিদের সার্বিক তত্বাবধানে উথলী বিওপি কমান্ডার হাবিলদার সাইফুল ইসলামসহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে দামুড়হুদার চণ্ডিপুর গ্রামের চণ্ডিপুর পাঁকা রাস্তার ওপর হতে ঢাকা গামী (ঢাকা মেট্রো ন-১৪-১১১৪) ধানের গুড়া ভর্তি একটি মিনি ট্রাক তল্লাশি গুড়া ভর্তি বস্তার মধ্য থেকে ১ হাজার ২শ বোতল ফেনসিডিল উদ্ধার করেন। চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এসএম মনিরুজাজামন গতকাল এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

Leave a comment