নিম্নমানের ইট সরিয়ে ভাল ইট দিয়ে রাস্তা নির্মাণ

 

বারাদী প্রতিনিধি: মেহেরপুর সদরে পাটকেলপোতা গ্রামে কবরস্থানের ২৬০ ফুট রাস্তা এইচবিবি করণ গত ১৫ই অক্টোবর নিম্নমানের ইট ও বালি কম দিয়ে তড়িঘড়ি করে সম্পন্ন করে। এ ব্যাপারে গত ১৬ অক্টোবর দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। গত ১৮ অক্টোবর মেহেরপুর জেলা পরিষদ প্রশাসক অ্যাড. মিয়াজান আলী, চিফ ইঞ্জিনিয়ার লিয়াকত আলী ও সহ. ইঞ্জিনিয়ার সুবুল বাবু পরিদর্শনে এসে ঘটনার সত্যতা পাই। এইচবিবি  করণ নিম্নমানের হওয়ায় ১৩ ডিসেম্বর এআর কনস্ট্রাকশন স্বত্ব. শহিদুল ইসলাম পুণরায় রাস্তাটি নিম্নমানের ইট তুলে নিয়ে ১নং ইট দিয়ে রাস্তাটি সম্পন্ন করে।

Leave a comment