বিধানসভায় বসে পর্নো দেখায় বিধায়ক বহিষ্কার

মাথাভাঙ্গা মনিটর: ভারতের ওডিশায় বিধানসভার অধিবেশন চলাকালে পর্নোভিডিও দেখার অভিযোগে নবকিশোর দাস নামে কংগ্রেসের এক বিধায়ককে বহিষ্কার করা হয়েছে। গত মঙ্গলবার ওই বিধানসভার স্পিকার নিরঞ্জন পূজারী তাকে বহিষ্কার করেন। জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়, গত সোমবার বিধানসভার অধিবেশন চলার সময় মোবাইলফোনে পর্নোভিডিও দেখেন নবকিশোর দাস। বিষয়টি টিভি ক্যামেরায় ধরা পড়ে। এ নিয়ে বিধানসভায় হইচই পড়ে যায়। এ ঘটনায় নবকিশোরের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার দাবি জানায় ওই রাজ্যে ক্ষমতাসীন বিজু জনতা দল। বিজু জনতা দলের বিধায়ক প্রমীলা মল্লিক নবকিশোরের বিরুদ্ধে স্পিকারের কাছে অভিযোগ করেন। বিষয়টি তদন্ত করে কড়া ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন তিনি।

Leave a comment