মাথাভাঙ্গা মনিটর: ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ প্রচারণা বন্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য ফেসবুক, টুইটার এবং গুগলের সাথে চুক্তি করেছে জার্মানি। এই চুক্তি অনুযায়ী যে কোনো ঘৃণা এবং বিদ্বেষপূর্ণ পোস্ট ২৪ ঘণ্টার মধ্যে তুলে নিতে হবে। জার্মানিতে শরণার্থীদের আশ্রয় দেয়াকে কেন্দ্র করে দক্ষিণপন্থী রাজনৈতিক গোষ্ঠীগুলো যখন অনলাইনে ব্যাপক বর্ণবাদী প্রচারণা চালাচ্ছে, তখন সরকার ইন্টারনেট কোম্পানিগুলোর সাথে এধরনের চুক্তি করলো। জার্মান বিচারমন্ত্রী হেইকো মাস সোশ্যাল নেটওয়ার্কিং সাইটগুলো যাতে দক্ষিণপন্থিদের মজা করার জায়গায় পরিণত না হয় তার বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছেন। জার্মান সরকারের চাপের মুখে ফেসবুক, টুইটার এবং গুগল ঘোষণা দিয়েছে যে তারা যে কোনো বেআইনি, বর্ণবাদী বা বিদ্বেষপূর্ণ প্রচারণা অভিযোগ পাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সরিয়ে নেবে।