বেড়েছে শীতজনিত রোগ : ডায়রিয়ায় এক শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা, কুষ্টিয়া ও যশোরসহ দেশের উত্তরবঙ্গের ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে মরসুমের প্রথম মৃদু শৈত্যপ্রবাহ। ফলে তরতর করে নামছে ব্যারোমিটারের পারদ। গতকাল দেশের সর্বনিন্ম তাপমাত্রা ছিলো উত্তরবঙ্গের বদলগাছি ৭ দশমিক ৫ আর চুয়াডাঙ্গায় সর্বনিন্ম তাপ নামে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াসে। তীব্র শীত অনুভুত হচ্ছে। শীতে শিশু ও বয়স্কদের মধ্যে শীতজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। কোল্ড ডায়রিয়ায় আক্রান্ত হয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি হওয়া ২ বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু ওয়ার্ডে ধারণ ক্ষমতার আড়াইগুণ বেশি রোগী ভর্তি রয়েছে। মাঝে মাঝে শিশু রোগীর সংখ্যা ধারণ ক্ষমতার ৫ গুণও ভর্তি হয়। গতকাল বুধবার শেষ খবর পাওয়া পর্যন্ত চুয়াডাঙ্গা সদর হাসপাতলের শিশু ওয়ার্ডে ১৪টি শয্যা ও ২টি কেবিনে ভর্তি ছিলো ৩৯ শিশু রোগী। এর মধ্যে ডাইরিয়া আক্রান্ত শিশু রোগীর সংখ্যা ২৮।
হাসপাতালসূত্র এ তথ্য জানিয়ে বলেছে, বুধবার বেলা ১১টার দিকে হাসপাতালে ভর্তি করা হয় সোহানা নামের ২ বছর বয়সী এক শিশু। সে মহেশপুরের হাফিজুর রহমানের মেয়ে। ভর্তির কয়েক ঘণ্টার মাথায় বিকেলে ৫টার দিকে শিশু সোহানা মারা যায়। ডায়রিয়া আক্রান্ত হলে তাকে হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। লাশ হয়ে ফিরলো সে। শিশু সোহানার মৃত্যু বিষয়ে চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, শিশু সোহানাকে একেবারে শেষমূহুর্তে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসা দিয়ে সুস্থ করার সর্বাত্মক চেষ্টা করেও বাচিয়ে রাখা যায়নি। সম্ভবত সেলাইন প্রস্তুত ও খাওয়ানোতে গড়বড় হওয়ার কারণে অসুস্থতার মাত্রা বেসামাল হয়ে পড়ে।
এদিকে সারাদেশেই শীত এসেছে অনেকটাই বিলম্বে। শীতের তীব্রতা গত পরশু থেকে বাড়তে শুরু করেছে। আবহওয়া অধিদফতর জানিয়েছে, উপ মহাদেশীয় উচ্চচাপ বলায়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন অবস্থান করছে। স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলাসহ সারাদেশের আবওয়ায় প্রধানত শুষ্ক থাকতে পারে। রাজশাহী, যশোর, কুষ্টিয়া, মৌলভীবাজারের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদুশৈত্য প্রবাহ। যা কয়েকদিন অব্যাহত থাকতে পারে। নদী অববাহিকায় কোথাও কোথাও কুয়াশা পড়তে পারে।

Leave a comment