কুড়ুলগাছি প্রতিনিধি: খেলাধুলা ও সাংস্কৃতি চর্চা শরীর-মনকে স্বাভাবিক বিকাশে সহায়তা করে। লেখাপড়ার একঘেয়েমি রোধ করতে খেলাধুলা ও সংস্কৃতি চর্চা প্রয়োজন। লেখাপড়ার পাশাপাশি ছেলে-মেয়েদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে হবে। খেলাধুলার মাধ্যমেই দেশের পরিচয় তুলে ধরা যায় গোটা বিশ্বে। তাই বেশি বেশি খেলাধুলার আয়োজন করতে হবে। তাই গতকাল বুধবার সন্ধ্যা ৭টার সময় সাইরুল মাস্টারের সভাপতিত্বে দামুড়হুদার কুড়ুলগাছি সুর্যদ্বয় ক্লাব আক্কাস মাস্টার স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান আ.লীগ নেতা শাহ এনামুল করিম ইনু। বিশেষ অতিথি ছিলেন দর্শনা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ও কুড়ুলগাছি মাথাভাঙ্গা প্রতিনিধি হাসেমরেজা-হাসমত। এ সময় উপস্থিত ছিলেন পিন্টু, মজিদ, শামসুল প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন পিন্টু। উদ্বোধনী খেলায় কুনিয়া-চাঁদপুর সুপার স্টার ক্লাব সদাবরী একাদশকে ২১ রানে পরাজিদ করে।