ইসলাম রকিব: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। চুয়াডাঙ্গা পৌরসভা ও জেলা প্রশাসনের যৌথ আয়োজনে গতকাল মঙ্গলবার সকাল ৭টা ২২ মিনিটে দর্শনা রেলগেট থেকে সড়কপথে ৪৫ প্রতিযোগী নিয়ে দূরপাল্লার ম্যারাথন দৌড় শুরু হয়। দৌড় প্রতিযোগিতার সমাপ্তিস্থল ছিলো চুয়াডাঙ্গা জেলা প্রশাসন চত্বর। দৌড় শুরুর প্রাক্কালে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস আনুষ্ঠানিক বক্তব্য দিয়ে ম্যারাথন দৌড় প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন। এরপর জেলা প্রশাসক বাঁশি বাজিয়ে দৌড় শুরু করান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আঞ্জুমান আরা বেগম, অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি) আ. রাজ্জাক, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ফরিদুর রহমান, এনডিসি তরিকুল ইসলাম, নির্বাহী ম্যাজিস্ট্রেট মুনিবুর রহমান, আবু সাইদ মোহাম্মদ শামসুজ্জামান, ফারজানা খানম, টুকটুক তালুকদার, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম লাড্ডু, দামুড়হুদার হাউলী ইউপি চেয়ারম্যান মিন্টু শাহসহ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ, চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্যবর্গ ও ম্যারাথন দৌড় প্রতিযোগিতার পরিচালকগণ। সকাল ৭টা ২২ মিনিটে শুরু হওয়া ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় বরাবরের মতো চুয়াডাঙ্গা জেলা সদরের সরোজগঞ্জ এলাকার প্রতিযোগীরা তাদের সাফল্য অব্যাহত রাখে। প্রথম স্থান অধিকারী সরোজগঞ্জের সাইফুল ইসলাম সকাল ৮টা ৩১ মিনিটে নির্ধারিত স্থানে পৌঁছে দৌঁড় শেষ করেন। তিনি সময় নেন ১ ঘন্টা ৯ মিনিট। ১ ঘন্টা ১২ মিনিট সময় নিয়ে সরোজগঞ্জের সিরাজুল ইসলাম দ্বিতীয়, ১ ঘন্টা ১৩ মিনিট সময় নিয়ে মাখালডাঙ্গার হামিদুর রহমান তৃতীয়, ১ ঘন্টা ১৫ মিনিট সময় নিয়ে সরোজগঞ্জের আ. মান্নান চতুর্থ, ১ ঘন্টা ২১ মিনিট সময় নিয়ে চুয়াডাঙ্গা ফার্মপাড়ার তানভীর আহম্মেদ সোহেল কায়েস পঞ্চম ও সরোজগঞ্জের খলিল মিয়া ১ ঘন্টা ২২ মিনিট সময় নিয়ে ৬ষ্ঠ স্থান দখল করেন। এছাড়া আরো ৪ প্রতিযোগী ফিনিশিং লাইন টার্চ করে দৌড় সম্পন্ন করলেও পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী পুরস্কারের জন্য তাদেরকে বিবেচনা করা হয়নি। দৌড় শেষে বিজয়ী প্রতিযোগী ও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জানান চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস। তিনি বলেন, বিজয়ের মাসে বার বার বিজয় দেখতে সকলেরই ভালো লাগে। আজকের বিজয় তোমাদের জন্য আরো বড় কিছু বয়ে নিয়ে আসবে বলে আমি আশা করি। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ্যাড. সামশুজ্জোহা, পৌর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম শাহান, সাইদুর রহমান মালিক, বদর খান, ওবাইদুল হক জোয়ার্দ্দার, ওয়ালিউল্লাহ সিদ্দিক, শহিদুল কদর জোয়ার্দ্দার, মেহেরুল্লাহ মিলু, হাফিজুর রহমান, মহসিন রেজা, চুয়াডাঙ্গা পৌরসভার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও সাংবাদিকগণ। উল্লেখ্য, ম্যারথন দৌঁড় প্রতিযোগীতায় বিজয়ীদের পুরস্কার আজ বিকেলে চুয়াডাঙ্গা স্টেডিয়ামে প্রীতি ফুটবল ম্যাচের খেলা শেষে প্রদান করা হবে।