আসন্ন চুয়াডাঙ্গা পৌর নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন পৌর এলাকায় নির্বাচনী গণসংযোগ অব্যাহত রেখেছেন। গতকাল মঙ্গলবার নৌকা প্রতীক নিয়ে তিনি সকালে ৮নং ওয়ার্ডের বেলগাছি গ্রামে গণসংযোগ করেন। বিকেলে পৌর মহিলা আওয়ামী লীগের বিভিন্ন মহল্লা থেকে কর্মীসহ নেতৃবৃন্দ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সমবেত হয়ে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে বিজয়ী করার জন্য একযোগে কাজ করতে অঙ্গীকার করেন। মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন আমি চুয়াডাঙ্গা পৌরসভায় অনেক উন্নয়নমূলক কাজ করেছি। আপনাদের সহযোগিতা পেলে আগামীতে আরও কাজ করবো ইনশাআল্লাহ। বিকেল সাড়ে ৪টার দিকে ৪নং ওয়ার্ডের শেকরাতলাপাড়ার মৃত কলিম উদ্দিনের বড় ছেলে জাহাঙ্গীর আলমের দাফন কার্যে অংশগ্রহণ করেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপনসহ তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। এরপর বাগানপাড়ায় গণসংযোগে যান। সন্ধ্যায় হাসপাতাল রোড ও বাসটার্মিনাল এলাকায় গণসংযোগ করেন। গণসংযোগকালে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক শওকত আলী বিশ্বাস, স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক সোহরাব হোসেন ও পাইন ক্লাবের সাধারণ সম্পাদক শাহান, ব্যবসায়ী ললিত কুমার দাস এবং ছাত্রনেতা পাভেলসহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিজ্ঞপ্তি।