স্বাধীনতার সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান

স্টাফ রিপোর্টার: জাতীয় সংদসের হুইপ চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেছেন, স্বাধীনতার সঠিক ইতিহাস বর্তমান প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। মুক্তিযুদ্ধের ইতিহাসকে নিয়ে একটি মহল নানা মিথ্যাচার শুরু করেছে। এ মিথ্যাবাদীদের দিবাস্বপ্ন কখনোই সফল হবে না। তিনি আরও বলেন বর্তমান সরকার শিক্ষা, কৃষি ও ক্রীড়াঙ্গণে বিপ্লব ঘটিয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার ভিশন সফল হয়েছে। তিনি গতকাল মঙ্গলবার বিজয় দিবস উপলক্ষে আয়োজিত শিশুদের সঙ্গীত, চিত্রাঙ্কন ও ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। জেলা প্রশাসক সায়মা ইউনুসের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনজুমান আরা, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আফসানা ফেরদৌস, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদ ও জেলা আওয়ামী লীগ নেতা মুন্সি আলমগীর হান্নান।