নতুন বেতন স্কেলের গেজেট প্রকাশ : জানুয়ারিতেই বাড়তি মাইনে

স্টাফ রিপোর্টার: সরকারি চাকরিজীবীদের জন্য অষ্টম বেতনক্রমের গেজেট প্রকাশ করা হয়েছে। বাদ দেয়া হয়েছে সিলেকশন গ্রেড ও টাইমস্কেল। অটোপ্রমোশন ব্যবস্থা চালু হচ্ছে নতুন বেতন কাঠামোতে। এক্ষেত্রে যেসব কর্মকর্তা-কর্মচারী টাইমস্কেল ও সিলেকশনের আওতায় ছিলেন, তারা চাকরির ১০ বছর পূর্তির সময় এবং ১৫ বছর পূর্তির সময় দুটি স্বয়ংক্রিয় পদোন্নতির সুযোগ পাবেন। যার মাধ্যমে তারা পরবর্তী গ্রেডে পদোন্নতির সুযোগ পাবেন। নতুন বেতন কাঠামো অনুযায়ী, প্রতি বছরের ১ জুলাই একসাথে সব সরকারি কর্মচারীর বেতন বাড়বে। এদিকে সরকারি চাকুরেদের অবসরোত্তর ছুটি (পিআরএল) ছুটি ১২ মাস থেকে বাড়িয়ে ১৮ মাস করা হয়েছে। মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বেতন স্কেলের গেজেটের মোড়ক উন্মোচন করেন। গেজেটের চূড়ান্ত কপি অর্থমন্ত্রী মুহিতের হাতে হস্তান্তর করেন অর্থ মন্ত্রণালয়ের বাস্তবায়ন বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আলী খান। অষ্টম বেতন স্কেলের গেজেট প্রকাশকে অর্থমন্ত্রী সরকারি চাকরিজীবীদের জন্য বিজয় দিবসের বিশেষ উপহার হিসেবে উল্লেখ করেছেন। ঘোষিত স্কেলের মূল বেতন ১ জুলাই-২০১৫ থেকে কার্যকর হবে। নতুন বছর জানুয়ারি মাসের বেতনেই যুক্ত হবে বকেয়া। নতুন পেস্কেল অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ শ্রেণিভেদ আর থাকছে না, পরিচিতি হবে গ্রেডের ভিত্তিতে। নতুন এই বেতন কাঠামোতে আগের মতো ২০টি গ্রেড চালু রাখা হয়েছে। এরমধ্যে প্রথম গ্রেডের সর্বোচ্চ মূল বেতন ৭৮ হাজার টাকা। আর সর্বনিম্ন গ্রেডের মূল বেতন হবে ৮ হাজার ২৫০ টাকা। এর আগে সর্বশেষ ২০০৯ সালে প্রজাতন্ত্রের কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ানো হয়েছিলো। নতুন এই বেতন কাঠামোতে প্রথমবারের মতো সরকারি চাকুরেদের জন্য উত্সব ভাতা হিসেবে নববর্ষ ভাতা চালু করা হয়েছে। যা আগামী পহেলা বৈশাখ থেকেই কার্যকর হবে। এতোদিন সরকারি চাকরিজীবীরা সর্বনিম্ন ৪,১০০ টাকা ও সর্বোচ্চ ৪০ হাজার টাকা মূল বেতন পেয়ে আসছিলেন। এর সাথে ২০১৩ সালের ১ জুলাই তারা পাচ্ছিলেন মূল বেতনের ২০ শতাংশ হারে মহার্ঘ্য ভাতা। যা নতুন বেতন কাঠামো বাস্তবায়নের দিন থেকে বিলুপ্ত হবে। এদিকে নতুন বেতন কাঠামোতে বিশেষ ধাপে মন্ত্রি পরিষদ সচিব ও মুখ্য সচিবদের মূল বেতন ৮৬ হাজার টাকা। সিনিয়র সচিবদের মূল বেতন করা হয়েছে ৮২ হাজার টাকা। তিন বাহিনীর প্রধানদের জন্য একই বেতন নির্ধারণ করে সশস্ত্র বাহিনীর বেতন কাঠামো এর আগেই অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
পেনশন, সমর্পণ ও গ্রাচুইটির বিদ্যমান হার অপরিবর্তীত থাকবে। অবসরভোগী ও আজীবন পারিবারিক পেনশনভোগীদের নীট পেনশনের পরিমাণহবে সর্বনিম্ন ৩ হাজার টাকা। বার্ষিক বেতন বৃদ্ধির ক্ষেত্রে বর্তমানে প্রচলিত দক্ষতার সীমা সংক্রান্ত বিধানাবলী বিলুপ্ত হবে। প্রতিবছর ১ জুলাই বার্ষিক বেতন বৃদ্ধি পাবে। তবে নতুনদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে ন্যূনতম ৬ মাস চাকরির মেয়াদ হতে হবে। নতুন বিসিএস ক্যাডারভুক্ত কর্মচারিদের প্রবেশ পদ জাতীয় বেতন স্কেল ৮ম গ্রেড নির্ধারণ হবে। কোন কর্মচারি কোনো উচ্চতর পদে ও বেতনস্কেলে পদোন্নতি পেলে ওই পদে পূণ বেতন পাওয়ার জন্য গ্রেড ১ এ ২০ বছর, গ্রেড ২ এ ১৭ বছর, গ্রেড ৩ এ ১৪ বছর, গ্রেড ৪ এ ১২ বছর, গ্রেড ৫ এ ১০ বছর, গ্রেড ৬ এ ৫ বছর গ্রেড ৭ এ ৪ বছর মেয়াদ পূর্ণ করতে হবে।
সকল কর্মচারির জন্য সন্তান প্রতি (একুশ বছর পর্যন্ত) মাসিক ৫০০ টাকা হারে এবং অনধিক দুই সন্তানের জন্য মাসিক ১ হাজার টাকা শিক্ষা সহায়তা ভাতা পাবেন। পহেলা জুলাই ২০১৫ তারিখ হতে যে সকল কর্মচারি অবসরোত্তর (পিআরএল) ছুটিতে আছেন তারা অবসরোত্তর ছুটিতে থাকার সময়ে ৩০ জুন ২০১৫ তরিখ আহরিত মহার্ঘভাতা পেতে থাকবেন। অর্থাত যে কর্মচারী ১ জুলাই ২০১৫ তারিখে অবসরোত্তর ছুটিতে আছেন তিনি ৩০ জুন ২০১৫ তারিখে যে হারে মহার্ঘভাতা পেতেন সেই হারে অবসরোত্তর ছুটি শেষ না হওয়া পর্যন্ত পাবেন। এই বেতন কাঠামো জারির পর প্রত্যেক কর্মীকে নিজের বেতন নির্ধারণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে গিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর এবং জন্ম তারিখ দিয়ে লগ ইন করে নির্দিষ্ট ছক পূরণ করতে হবে। ঘোষিত পে-স্কেল অনুযায়ী মুখ্যসচিব, মন্ত্রী পরিষদ সচিবদের বেতন ৮৬ হাজার টাকা। প্রথম গ্রেডের বেতন হবে ৭৮ হাজার টাকা (ফিক্সড)। ২য় গ্রেড শুরু হবে ৬৬ হাজার টাকা থেকে। এছাড়া ৩য় গ্রেড ৫৬ হাজার ৫০০ টাকা থেকে, ৪র্থ ৫০ হাজার টাকা থেকে, ৫ম ৪৩ হাজার টাকা থেকে, ৬ষ্ঠ ৩৫ হাজার ৫০০ টাকা থেকে, ৭ম ২৯ হাজার টাকা থেকে, ৮ম ২৩ হাজার টাকা থেকে, ৯ম ২২ হাজার টাকা থেকে, ১০ম ১৬ হাজার টাকা থেকে, ১১তম ১২ হাজার ৫০০ টাকা থেকে, ১২তম ১১ হাজার ৩০০ টাকা থেকে, ১৩তম ১১ হাজার টাকা থেকে, ১৪তম ১০ হাজার ২০০ টাকা থেকে, ১৫তম ৯ হাজার ৭০০ টাকা থেকে, ১৬তম ৯ হাজার ৩০০ টাকা থেকে, ১৭তম ৯ হাজার টাকা থেকে, ১৮তম ৮ হাজার ৮০০ টাকা থেকে, ১৯তম ৮ হাজার ৫০০ টাকা থেকে এবং ২০তম বা সর্বনিম্ন গ্রেডের বেতন ৮ হাজার ২৫০ টাকা থেকে শুরু হবে।
উল্লেখ্য, আগের বেতন কাঠামোর মেয়াদ শেষ হয়ে যাওয়ায় বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনের নেতৃত্বে গঠিত বেতন কমিশন গত বছরের ২১ ডিসেম্বর অষ্টম বেতন স্কেলের সুপারিশ জমা দেন। ওই প্রতিবেদন পর্যালোচনা করে সচিব কমিটি সুপারিশ করে। অর্থ মন্ত্রণালয়ে পর্যালোচনার পর মন্ত্রিসভার বৈঠকে সর্বোচ্চ ৭৮ হাজার এবং সর্বনিম্ন ৮ হাজার ২৫০ টাকা মূল ধরে নতুন কাঠামো অনুমোদন করা হয়।

Leave a comment