স্টাফ রিপোর্টার: কুয়েতে সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরো নয়জন। শনিবার ভোর পৌনে ৬টার দিকে আল-জাহরা শহরের আমগারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের বহির্বিভাগের মহাপরিচালক শামিম আহসান। নিহতরা হলেন- ফরিদপুরের ভাঙ্গার হাজী শামসুদ্দীনের ছেলে ইসরাফিল, মাদারীপুর রাজৈর এলাকার জব্বার শেখের ছেলে শওকত শেখ, মানিকগঞ্জ সিংগাইর লিহাস উদ্দিনের ছেলে নাসির উদ্দিন ও নুর আহমেদের ছেলে নাজির আহমেদ। কুয়েতে বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আসহাব উদ্দিন বলেন, মগারা নামক স্থানে কর্মস্থলে যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় ওই চারজন নিহত হন। এছাড়া আহত হয়েছেন আরো নয় বাংলাদেশি। আহতের মধ্যে গুরুতর পাঁচজনকে বিভিন্ন হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে রাখা হয়েছে বলে জানান তিনি।
এ পাঁচজনের মধ্যে ফারওনিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ফরিদপুরের আলফডাঙ্গার আবুল হোসেনের ছেলে আনোয়ারুল শেখ, জাহারা হাসপাতালে রয়েছেন মানিকগঞ্জের রজব আলীর ছেলে আব্দুর রব খান, ছাদেক আল রহমানের ছেলে বাবুল ও জমির তালুকদারের ছেলে সালাম এবং সাবাহ হাসপাতালে রয়েছে ফরাস উদ্দিনের ছেলে দেওয়ান আলী। বাকি চারজন হলেন- ফরিদপুরের ভাঙ্গার আব্দুর রহমান মুন্সীর ছেলে সিরাজ, কুমিল্লার শাহজাহানের ছেলে বেলাল, মানিকগঞ্জের ওয়াজ উদ্দিনের ছেলে আব্দুর রহমান এবং মাদারীপুর রাজৈরের সজল ফকিরের ছেলে হান্নান। তারা সবাই জাহরা হাসপাতালে সাধারণ ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা। নিহত চারজেনের মরদেহ দেশে পাঠানোর বিষয়ে কুয়েতের দূতাবাস প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে বলেও জানান তিনি।