আলমডাঙ্গা ব্যুরো: আলমডাঙ্গা ঘোষবিলায় ভাই ভাই ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়েছেন। কয়লার বদলে কাঠ পোড়ানো ও লাইসেন্স না থাকায় ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। গতকাল রোববার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের পরিদর্শক এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
জানা গেছে, পরিবেশ অধিদফতরের নির্দেশ উপেক্ষা করে আলমডাঙ্গা উপজেলায় গড়ে উঠা ইটভাটায় কয়লার বদলে অবাধে পোড়ানো হচ্ছে শ শ মণ কাঠ। ফলে পরিবেশের ভারসাম্য নষ্টের পাশাপাশি উজাড় হচ্ছে গাছপালা। গতকাল উপজেলার ঘোষবিলার উলায়ের ভাই ভাই ইটভাটায় চুয়াডাঙ্গা নির্বাহী ম্যাজিস্ট্রেট সৈয়দা নাফিস সুলতানা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ওই ইটভাটার লাইসেন্স না থাকা ও কয়লার বদলে কাঠ দিয়ে ইট পোড়ানোর অপরাধে ৪০ হাজার টাকা জরিমানা করেন। উপস্থিত ছিলেন কুষ্টিয়া পরিবেশ অধিদফতরের পরিদর্শক আব্দুল গফুর ও আলমডাঙ্গা থানার এএসআই শাহিনসহ সঙ্গীয় ফোর্স।