চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা খালিদ ১১ দিন পর জামিনে মুক্ত
চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগ নেতা খালিদ মাহমুদ জামিনে মুক্ত পেয়েছেন। ১১দিন পর গতকাল জেলা কারাগার থেকে তিনি জামিনে মুক্তি পান। এ সময় তাকে ফুলের মালা পরিয়ে বরণ করে একটি শোভাযাত্রা করে জেলা ছাত্রলীগ। শোভাযাত্রাটি জেলা কারাগার থেকে শুরু হয়ে দলীয় কার্যালয়ে শেষ হয়।
জেলা ছাত্রলীগ এক প্রেসবিজ্ঞপ্তিতে জানায়, গত ৩ ডিসেম্বর সন্ধ্যার পরে খালিদ মাহামুদকে মিথ্যা ও হয়রানিমূলক মামলায় গ্রেফতার করে পুলিশ। দীর্ঘ ১১ দিন পরে চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে জামিনে মুক্তি পান খালিদ।
কারামুক্ত তরুণ ছাত্রনেতাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান চুয়াডাঙ্গা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাইমেন হাসান জোয়ার্দ্দার অনিক। শুভেচ্ছা জানান কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানিম হাসান তারেক, পৌর ছাত্রলীগ সভাপতি জাবিদুল ইসলাম জাবিদ, জেলা ছাত্রলীগের ক্রীড়া বিষয়ক সম্পাদক ফিরোজ জোয়ার্দ্দার, অর্থ বিষয়ক সম্পাদক রিমন হোসেন, প্রচার সম্পাদক আব্দুর রহমান, গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মেহেদী হাসান হিমেল, স্কুল ও ছাত্র বিষয়ক সম্পাদক রাজু আহমেদ, ছাত্রলীগ নেতা রানা হামিদ, জীম, শিমুল, মাছুম, আসাদ, বরকত, মালেক, ইব্রাহীম, আলিহিম, মুন্না, সাহেব, টিটোন, রোকন, রাকিব, প্রান্ত, কাব্য, রোমেল, কলিন্স, ইসরাইল, জুয়েল, আলিফনুর, অভি, অয়ন, মানা, টোকন, যুবলীগ নেতা রিন্টু জোয়ার্দ্দার, মনিসহ ছাত্রলীগ নেতা কর্মীবৃন্দ। প্রেসবিজ্ঞপ্তি।