ঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহের শৈলকুপায় পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী কাজী আশরাফুল আজম ও কাউন্সিলর পদপ্রার্থী মূসা খানকে ৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
গতকাল সোমবার বিকেলে নির্বাহী অফিসার মো. দিদারুল আলম নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করায় বিচারিক ক্ষমতাবলে এ জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও রিটার্নিং অফিসার মো. দিদারুল আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একাধিক মাইক ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোর দায়ে মেয়র প্রাথী কাজী আশরাফুল আজমকে ৫ হাজার টাকা ও ৫নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মূসা খানকে মিছিল করার দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়।