মেহেরপুর অফিস: মেহেরপুর জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা গতকাল সোমবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন পুলিশ সুপার হামিদুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) খায়রুল হাসান, (রাজস্ব) হেমায়েত হোসেনে, মুজিবনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা হেমায়েত উদ্দিন, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশল আহসান উল্লাহ, সিভিল সার্জন ডা. মজিবুল হক, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা একেএম শফিউল আযম, গাংনী উপজেলা চেয়ারম্যান মোরাদ আলী, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আলহাজ আসকার আলী, সাধারণ সম্পাদক এমএ খালেক, সহসভাপতি আব্দুস সামাদ বাবলু বিশ্বাস প্রমুখ।