জীবননগর উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী সভা

জীবননগরে ধোপাখালী সীমান্তে ভারতীয় মদসহ একজন আটক
জীবননগর ব্যুরো: জীবননগর ধোপাখালী সীমান্তে ভারতীয় মদসহ এক মাদকব্যবসায়ীকে আটক করা হয়েছে। গত রোবাবর রাতে মাধবখালী সীমান্তে অভিযান চালিয়ে ধোপাখালী বিজিবি তাকে আটক করে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ধোপাখালী বিওপির টহল দলের কমান্ডার হাবিলদার মো. হালিম সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবখালী সীমান্তে অভিযান পরিচালনা করেন। রাত আনুমানিক ১টার দিকে অভিযানকালে ৫৭ বোতল ভারতীয় মদসহ একরামুল হক (২৫) নামক এক মাদকব্যবসায়ীকে আটক করে। আটক একরামুল রাজাপুর গ্রামের জামাল হোসেন চৌকিদারের ছেলে। মাদকদ্রব্য আইনে মামলা দায়েরসহ গতকাল সোমবার তাকে জীবননগর থানাতে সোপর্দ করা হয়েছে।

দলীয় প্রার্থীর পক্ষে কাজ না করলে আজীবনের জন্য বহিষ্কার
জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলা আওয়ামী লীগের নির্বাচনী বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে ইসলামী ব্যাংক মার্কেট প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় শহীদ বৃদ্ধিজীবী দিবস পালনসহ শহীদ বৃদ্ধিজীবীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। সভায় বক্তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আজ সুসংগঠিত। উন্নয়নের দিকে ধাবিত হচ্ছে দেশ। জীবননগর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রীর শেখ হাসিনার মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দীন। তার প্রতীক নৌকা। জীবননগর পৌরসভার উন্নয়নের স্বার্থে মেয়র পদে নাসির উদ্দিনকে বিজয়ী করতে ভেদাভেদ ভুলে সকল নেতাকর্মীকে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানানো হয়। বক্তরা বলেন দলের বিরুদ্ধে যারাই অবস্থান নেবে শেখ হাসিনার নির্দেশে তাদেরকে দল থেকে আজীবনের জন্য বহিস্কার করা হবে।
জীবননগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজার সভাপতিত্বে অনুষ্ঠিত নির্বাচনী বর্ধিত সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্মসম্পাদক মোশাররফ হোসেন মিয়া, দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক মাহফুজুর রহমান মনজু। যুবলীগ নেতা শামীম ফেরদৌসের উপস্থাপনায় নির্বাচনী বর্ধিতসভায় এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ নজরুল ইসলাম, সাবেক মু্ক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দীন, আওয়ামী লীগ নেতা পৌর কাউন্সিলর রফিকুল ইসলাম ও আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী নাসির উদ্দীন।