জীবননগর ব্যুরো: জীবননগরে প্রতিবন্ধী ব্যাক্তিদের ক্ষমতায়নের লক্ষে ঊষার উদ্দ্যোগে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরন করা হয়েছে। গত শনিবার বেলা ১১টায় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের আর্থিক সহযোগীতায় ঊষা ফাউন্ডেশনের কার্যালয়ে প্রতিবন্ধী ব্যাক্তিদের মধ্যে এ সহায়ক উপকরণ বিতরন করা হয়।
ঊষার সমন্বয়কারী আলমগীর হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরুল হাফিজ। বিশেষ অতিথি ছিলেন প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল কবীর। এতে ১০ জন ব্যক্তির মাঝে প্রতিবন্ধী সহায়ক উপকরণ বিতরন, ৬ জনকে আয় বৃদ্ধিমূলক কাজে সহযোগীতা ও শিক্ষা উপকরণ খাতে সহযোগীতা প্রদান করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ঊষার পরিচালক আরিফুল ইসলাম।