স্টাফ রিপোর্টার: ভারত থেকে পাচার হয়ে আসা ৮৭৪টি বিরল প্রজাতির রঙিন কচ্ছপের একটি চালান উদ্ধার করেছেন বিজিবি সদস্যরা। গত বোরবার সকাল ১১টার দিকে যশোরের বেনাপোল পোর্ট থানার কাগজপুকুর নামক এলাকা থেকে এ কচ্ছপগুলো উদ্ধার করা হয়। উদ্ধারকৃত কচ্ছপের মূল্য দুই কোটি ১৮ লাখ টাকা বলে বিজিবি জানায়। যশোর ২৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাহাঙ্গীর হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোল বিজিবি ক্যাম্পের সুবেদার আইয়ুব আলী সরকারের নেতৃত্বে বিজিবির একটি টহলদল কাগজপুকুর এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা কচ্ছপের চালান ফেলে পালিয়ে যায়। উদ্ধারকৃত কচ্ছপগুলো যশোর বন্যপ্রাণী সংরক্ষণ অধিদফতরে জমা দেয়া হয়েছে।
অপরদিকে বেনাপোল সীমান্ত এলাকা থেকে পৃথক অভিযানে রোববার সকালে বিভিন্ন ধাতুর তৈরি রাধা ও কৃষ্ণের মূর্তি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা। বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট যাত্রী টার্মিনাল ও আমড়াখালী বিজিবি চেকপোস্ট থেকে মূর্তি দুটি উদ্ধার হয়। তবে এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি। বেনাপোল চেকপোস্ট বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার দেলোয়ার হোসেন জানান, উদ্ধারকৃত মূর্তি দুটির মধ্যে রাধা মূর্তিটি অনেক পুরানো ও মূল্যবান ধাতুর তৈরি বলে ধারণা করা হচ্ছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে পরবর্তীতে মূর্তি দুটি কাস্টমস শাখায় জমা দেয়া হবে বলে জানান তিনি।