গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনী উপজেলার রাজাপুর গ্রামের অসহায় তাঁতিদের পাশে দাঁড়িয়েছে মেহেরপুর মহিলা ক্লাব। দরিদ্র তাঁতিদের ব্যবসায়িক সচ্ছলতার লক্ষ্যে দেয়া হয়েছে তাঁত সামগ্রী। গতকাল রোববার সকালে ৯ জন তাঁতির হাতে কাপড় তৈরি কিছু সুতা তুলে দেন মহিলা ক্লাবের সভানেত্রী জেলা প্রশাসক পত্নী অ্যাড. লতিফা খানম চৌধুরী। প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শফিকুল ইসলাম, অতিরিক্তি জেলা প্রশাসক (রাজস্ব) হেমায়েত হোসেন, গাংনী উপজেলা নিবার্হী অফিসার আবুল আমিন, মহিলা ক্লাবের সাধারণ সম্পাদিকা শুভ্রা দাস, সদস্য শিউলী পারভিন, নার্গিস পারভিন, ও সাথি জাহানসহ সংগঠনের সদস্যবৃন্দ। সমাজের অসহায় নারীদের স্বাবলম্বী করার লক্ষ্যে মহিলা ক্লাবের পক্ষ থেকে ছাগল বিতরণ করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় তাঁত শিল্পের সাথে জড়িত অতি দরিদ্রদের সহযোগিতা করা হচ্ছে বলে জানান মহিলা ক্লাবের সভানেত্রী।