স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা সরকারি দুটি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে যানবাহনের চাপে বেকায়দায় পড়ে শিক্ষার্থীরা। বিশেষ করে স্কুল শুরু হওয়ার সময় ও ছুটির সময় স্কুল দুটির সামনের রাস্তায় ভিড় করে থাকে যানবাহন। কিছু কিছু গাড়ি পার্কিং করে রাখা হয় স্কুলের সামনে। ফলে প্রায়ই এখানে ছোটখাটো দুর্ঘটনা ঘটে। তাছাড়া ছাত্র-ছাত্রীরা স্কুলে ঢোকা ও বেরুনের সময় বেশ বেকায়দায় পড়ে।
অভিযোগকারীরা জানান, চুয়াডাঙ্গা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কে প্রায়ই দেখা যায় একটি কুরিয়ার সার্ভিসের কাভার্ড ভ্যান পার্কিং করে রাখা হয়। এতে সড়কের জায়গা সঙ্কীর্ণ হয়ে পড়ে। তার ওপরে আছে ইজিবাইকের উৎপাত। সব মিলিয়ে ছাত্রীরা স্কুলে ঢুকতে ও বেরুতে গিয়ে বেকায়দায় পড়ে। একই দশা চুয়াডাঙ্গা সরকারি উচ্চ বিদ্যালয়ের সামনের সড়কের। এখানেও দেখা যায় নিয়মিত কয়েকটি প্রাইভেট ও কাভার্ডভ্যানসহ ইজিবাইক পার্কিং করে রাখা হয়। ফলে রাস্তার পাশে ছাত্ররা দাঁড়ানোর জায়গা পায় না। বিশেষ করে স্কুল ছুটির সময় রাস্তায় চরম যানজটের সৃষ্টি হয়। এখানে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে অভিভাবক মহল। বিষয়টি খতিয়ে দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে ভুক্তভোগী মহল ও অভিভাবকদের দাবি।