বেগমপুর প্রতিনিধি: চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ তেঘরী-কলাগাছি সড়কের কুড়িরতলা মাঠ নামক স্থানে সন্ধ্যারাতে সংঙ্ঘবদ্ধ ছিনতাইকারী দল তাণ্ডব চালিয়েছে। তারা দু পথচারীকে বেঁধে রেখে মোটরসাইল ছিনিয়ে নেয়ার চেষ্টা চালিয়ে গ্রামবাসীর প্রতিরোধের মুখে ব্যর্থ হয়েছে।
জানা গেছে, গতকাল রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দু মোটসাইকেল আরোহী চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের কলাগাছি গ্রামের পোষ ঘোষের জামাই শিমুল এবং আব্দুল গনির ছেলে বাড়ি ফিরছিলো। এ সময় তারা তেঘরী-কলাগাছি সড়কের কুড়ির মাঠ নামক স্থানে পৌছুলে মুখোশধারী ১০-১২ জন ছিনতাইকারী অস্ত্রের মুখে তাদের জিম্মি করে। এ সময় তাদের কাছ থেকে মোটরসাইকেল ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। ছিনতাইকারীরা শিমুল এবং মহিদুলের সাথে ধস্তাধস্তি করতে থাকলে মাঠে খেজুরের রস পাহারাদাররা টর্চ লাইট মারে। পাহারাদার ওহিদুল ও তার ছেলেকে ছিনতাইকারীরা বেঁধে ফেলে। ওহিদুলের ছেলে বাঁধন খুলে দৌড়ে পালিয়ে গিয়ে কলাগাছি গ্রামে খবর দিলে গ্রামবাসী প্রতিরোধ গড়ে তোলে। এ সময় ডাকাতদল মোটরসাইকেল ফেলে আরোহীদের নিকট থেকে ৩টি মোবাইলফোন, নগদ ৩ হাজার টাকাসহ এবং মোটরসাইকেলের চাবি ছিনিয়ে নিয়ে যায়।