খবর:(মেহেরপুরকে বাল্যবিয়ে মুক্ত করতে ইমাম সমাজের করণীয় শীর্ষক আলোচনাসভা)
মাংস আসে পোলাও আসে
সঙ্গে আসে টাকা,
বাল্যবিয়ে না পড়িয়ে
যায় কি বাপু থাকা।
মিটিং সভা হোক না যতোই
কী আসে যায় তাতে,
জন্ম সনদ করবো ভেজাল
সিল রয়েছে সাথে।
ভালোই করি কাজিগিরি
গায়ে সুনাম বাড়ে,
নেই পরোয়া বাল্যবিয়ের
ভূত নিয়েছি ঘাড়ে!