জীবননগর ব্যুরো/দর্শনা অফিস: জীবননগরের মনোহারপুর দুবলোগাড়ি মাঠের পুকুরে শত্র“তামূলকভাবে বিষ প্রয়োগ করা হয়েছে। এতে প্রায় ২ লাখ টাকার মাছ মারা গেছে। এ ঘটনায় জীবননগর থানায় ৬ জনের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। জীবননগর উপজেলার উথলী ইউনিয়নের মনোহারপুর হাইস্কুলপাড়ার রেজাউল হকের দুবলোগাড়ি মাঠে ২ একর জমির ওপর রয়েছে পুকুর।
জানা গেছে, গত বুধবার রাতে শত্র“তামূলকভাবে পুকুরে বিষ প্রয়োগ করা হলে ২ লাখ টাকার মাছ মরে ভেসে ওঠে। অভিযোগে আরো বলা হয় মরা মাছ রাতেই চুরি করে নিয়েছে অভিযুক্তরা। এ ঘটনায় রেজাউলের স্ত্রী ফাতেমাতুজ জহুরা পরের দিন বৃহস্পতিবার জীবননগর থানায় একই গ্রামের উজ্জ্বলের স্ত্রী মিতু বেগম, আব্দুস সাত্তারের ছেলে রাজু, জাফর আলীর ছেলে মিঠুন, মোমিন ও রমজান আলীর ছেলে শহীদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে অভিযোগের ৩ দিন পেরিয়ে গেলেও পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে তেমন কোনো ব্যবস্থা নেয়নি। অভিযোগ খতিয়ে দেয়ার জন্য থানার অফিসার ইনচার্জের প্রতি দাবি জানিয়েছেন অভিযোগকারী।