জ্বর নিয়ে হাসপাতালে সাকিব

 

স্টাফ রিপোর্টার: দুপুর থেকেই জ্বরে ভুগছিলেন সাকিব। রীতিমত আগুনের মত জ্বর নেমে আসে বিকেল ধরে। অবশেষে জ্বরকে কাবু করতে রাত ১০টার দিকে এ্যাপোলে হাসপাতালে ছুটে যান বিশ্ব বিখ্যাত এ অলরাউন্ডার।

হাসপাতালে পৌঁছুনোর পর জরুরি বিভাগে ড. ইয়াসিন তার চিকিৎসা দেন। তবে এখনো তার চিকিৎসা চলছে। নিউজল্যান্ডের সাথে রাত পেরুলেই ওয়ানডে সিরিজ। হঠাৎ করে সাকিবের জ্বরে তাই চিন্তায় পড়ে গেছে ক্রিকেট বোর্ড।