গাংনীর কাজিপুর ও তেঁতুলবাড়িয়া ইউপিতে বাল্যবিয়ে প্রতিরোধে মতবিনিময়
গাংনী প্রতিনিধি: মেহেরপুর জেলাকে বাল্যবিয়ে মুক্ত ঘোষণা করার লক্ষ্যে গতকাল শনিবার গাংনীর কাজিপুর ও তেঁতুলবাড়িয়া ইউপিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খায়রুল হাসান। বিশেষ অতিথি ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। কাজিপুর ইউপি অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চেয়ারম্যান মুহা. আলম হুসাইন ও তেঁতুলবাড়িয়া ইউপিতে চেয়ারম্যান নাজমুল হুদা বিশ্বাস।
প্রধান অতিথি বাল্যবিয়ের কুফল ও এ থেকে উত্তরণের উপায় নিয়ে আলোকপাত করেন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বাল্যবিয়েকে ‘না’ বলে বাল্যবিয়ে প্রতিরোধে বিভিন্ন মতামত তুলে ধরেন। বাল্যবিয়ে প্রতিরোধে আইনের কঠোর প্রয়োগ করার হুশিয়ারি করেন উপজেলা নির্বাহী অফিসার। মতবিনিময়সভায় আরো উপস্থিত ছিলেন শিক্ষক, ইমাম, ঘটক, কাজি, সাংবাদিক, জনপ্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।