চুয়াডাঙ্গায় একজনকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা

চুয়াডাঙ্গা জেলার সদর উপজেলার আলোকদিয়া-আকন্দবাড়িয়া গ্রামে জাকারিয়া (৩৫) কে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। সে ওই গ্রামের মৃত ফজলুর রহমান ওরফে ফজলু ফকিরের ছেলে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাই্ফুল ইসলাম জানান, নিহত জাকারিয়া ফকিরমতে বিশ্বাসী মানুষ ছিল। বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ১১ টার দিকে জাকারিয়া তার নিজ বাড়ি থেকে বের হয়ে করিমন গাড়িতে চড়ে আকন্দবাড়িয়ার গুচ্ছ গ্রামের মাঠের মধ্যে বাবার মাজারের আস্তানায় ওরশে যাচ্ছিল। পথিমধ্যে কে বা কারা তাকে কুপিয়ে খুন করে ফেলে রেখে যায়। খবর পেয়ে লাশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে সদর থানায় নিয়ে আসে পুলিশ।
ওসি আরো জানান, জাকারিয়াকে কি কারনে খুন করা হয়েছে তা প্রাথমিকভাবে বলা যাচ্ছে না। তবে বিষয়টি নিয়ে তদন্তে নেমেছে পুলিশ। শুক্রবার সকালে লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা হবে। # #

Leave a comment