টিপ্পনী

খবর:(পিতা মাতা মগ্ন কিরণমালায়, ফাঁসিতে ঝুললো ছেলে)

কিরণমালায় দেশ খেয়েছে
খাচ্ছে গোটা পরিবার,
বাড়ির পুরুষ অথর্ব সব
কিচ্ছুটি নেই করিবার।

ইষ্টি কুটুম মিলন তিথি
ইচ্ছে নদী ও জল নূপুর
জলসা টিভির নাটকগুলো
ছিঁড়ে খেলো সকাল দুপুর।

বউ মেয়েরা টিভির রুমে
সংসারে তাই আগুন,
গিন্নি শুয়ে রিমোট টেপে
মিনসে কোটে বাগুন।

পরকীয়া প্রেম পিরিতি
বিয়ের ওপর বিয়ে,
সব বাড়িতেই অশান্তি আজ
জলসা টিভি নিয়ে।

ÑAvnv` Avjx †gvj­v