গাংনী প্রতিনিধি: মেহেরপুর গাংনীর উপজেলার বড় বামন্দী গ্রামের সড়ক থেকে গতকাল বৃহস্পতিবার সকালে পরিত্যক্ত অবস্থায় ৪টি ককটেল উদ্ধার করেছে পুলিশ।
গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আকরাম হোসেন জানান, এলাঙ্গী পুলিশ ক্যাম্পের এএসআই ওলিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে সকালে ওই গ্রামের সড়কে জনৈক আহসানের বাড়ির রাস্তার এক পাশে একটি ব্যাগে লালটেপ দিয়ে মোড়ানো ককটেলগুলো উদ্ধার করেন। সকালে সড়কে চলাচলের সময় স্থানীয় লোকজন এগুলো দেখতে পান। নাশকতা সৃষ্টির উদ্দেশে দুর্বৃত্তরা এগুলো রাখতে পারে বলে ধারণা করছে পুলিশ।