মাথাভাঙ্গা মনিটর: বিগ বস সেভেন’র এক প্রতিযোগীর ওপর রেগে গিয়ে অনুষ্ঠানটি ছাড়ার ঘোষণা দিয়েছেন বলিউডি অভিনেতা সালমান খান। বিগ বসের বাড়ির বাসিন্দা টিভি অভিনেতা কুশল ট্যান্ডন সম্প্রতি আরেকজন প্রতিযোগী অভিনেত্রী তানিশা মুখার্জির সাথে বাজে ব্যবহার করার পর তা দেখে খুবই ক্ষুব্ধ হন সালমান। এরপর তিনি জানান, বিগ বসের এ সেশনই হবে উপস্থাপক হিসেবে তার জন্য শেষ অনুষ্ঠান। গত শনিবার ২৬ অক্টোবর কুশলকে এই কারণে বেশ কিছু কথাও শোনান সালমান।
তিনি কুশলকে বলেন, যদি তুমি মনে কর এসব করে তুমি তোমার ইমেজ ভালো করছো, তবে সেটা তোমার ভুল ধারণা। এরপর তিনি ঘোষণা দেন, এ পর্বটির কারণে বিগ বসের নতুন কোনো সেশনে আমি কাজ করবো না। গত রোববার টুইটারে ভক্তদের নানা প্রশ্নের সম্মুখীন হয়ে সালমান জানান, ভক্তদের একটি বিষয় জেনে রাখা উচিত যতখানি তারা টিভিতে দেখেছে তার চাইতে আরও অনেক বেশি ঘটনা ঘটেছিলো পর্দার আড়ালে।