ডিঙ্গেদহ প্রতিনিধি: অবশেষে ব্যাংকের টাকা তছরুপ ও আত্মসাতের অভিয়োগে ডিঙ্গেদহ বাজারস্থ সোনালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপক মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত ৭ ডিসেম্বর এসবিএল/পিও/চুয়া/প্রশা/ব্য:নথি/পি-২০৫৭ নম্বর স্মারকের মাধ্যমে চুয়াডাঙ্গা প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আমির হোসেন স্বাক্ষরিত পত্রের মাধ্যমে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে জানা গেছে।
সূত্র বলেছে, পত্রে তৎকালিন ব্যবস্থাপক মনিরুজ্জামানের বিরুদ্ধে ৫৬ লাখ ৯৪ হাজার ৪১৫ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে। পাশাপাশি আত্মসাতের সমুদয় টাকা সমন্বয়/পরিশোধ করার নির্দেশ দেয়া হয়েছে। অন্যথায় গুরুতর অনিয়ম সংঘটনের মাধ্যমে ব্যাংক স্বার্থকে ঝুঁকির মধ্যে নিক্ষেপ/ক্ষুণ্ন করার দায়ে সোনালী ব্যাংক লিমিটেড কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯৫ মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান।
উল্লেখ্য, ডিঙ্গেদহ সোনালী ব্যাংকের ব্যবস্থাপক মনিরুজ্জামমান ব্যাংকের আয় খাত থেকে বিভিন্ন গ্রাহকের হিসাবে জমা করে ৫৬ লাখ ৯৪ হাজার ৪১৫ টাকা আত্মসাৎ করলে ফরিদপুর জিএম অফিসের জিএম সরদার নুরুল আমিন তদন্ত করে তার অনিয়মের প্রমাণ পেলে ডিঙ্গেদহ সোনালী ব্যাংক থেকে মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করেন। গত ২৬/৮/২০১৫ তারিখের বিশেষ নীরিক্ষক দল কর্তৃক তদন্তে অনিয়মের প্রমাণ মিললে গত ৭/১২/২০১৫ তারিখে এসবিএল/পিও/চুয়া/প্রশা/ব্য:নথি/পি-২০৫৭ নম্বর স্মারকের পত্রের মাধ্যমে ব্যবস্থাপক মনিরুজ্জামানকে সাময়িক বরখাস্ত করা হয়।