নারায়ণগঞ্জের আড়াইহাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে সাত জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ৪জন। বৃহস্পতিবার ভোরে পুরিন্দাবাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, পুরিন্দাবাজারে একটি ট্রাকে চাল উঠানোর সময় গফুর মিয়ার দোকানে ডাকাতির চেষ্টা করে ডাকাত দল। এ সময় শ্রমিকদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হয়ে ডাকাতদের আটক করে গণপিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৭ জনের মৃত্যু হয় এবং আহত হয় আরও ৪ জন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতদের লাশ উদ্ধার করে। আহতদের আড়াইহাজার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আড়াইহাজার থানার ওসি (তদন্ত) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, চালবোঝাই ট্রাক ডাকাতির সময় গণপিটুনিতে ৭ ডাকাত সদস্য নিহত ও ৪ ডাকাত আহত হয়। নিহত ও আহত ডাকাতদের পরিচয় পাওয়া যায়নি। আহতদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক।