স্টাফ রিপোর্টার: বিপিএলের তৃতীয় আসরে ঢাকা ডাইনামাইটসের কাছে ৪৫ রানে হেরে এবারের আসর থেকে বিদায় নিয়েছে চিটাগাং ভাইকিংস। নিজেদের ৯ম ম্যাচে ঢাকার দেয়া ১২২ রানের টার্গেটে খেলতে নেমে মোশাররফের বোলিং জাদুতে ১৬ দশমিক ৫ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ৭৬ রান করে তামিমের চিটাগাং ভাইকিংস। দলের পক্ষে সর্বোচ্চ ১৪ রান করেন উমর আকমল। এছাড়া ইলিয়াস সানি ১০ এবং বিলওয়াল ১১ রান করেন। আর কোনো ব্যাটসম্যান দু অঙ্কের ঘরে পৌঁছুতে পারেননি। চিটাগাঙের ব্যাটসম্যান জিয়াউর রহমান অসুস্থ থাকায় তিনি ব্যাট করতে পারেননি।