স্টাফ রিপোর্টার: দ্বিতীয় বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ম্যাচ পাতানোর দায়ে অভিযুক্ত ঢাকা গ্ল্যাডিয়েটর্স বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বিরুদ্ধে মামলা করেছে। বিপিএল নিয়ে ম্যাচ পাতানো নিয়ে আইসিসি দুর্নীতি বিরোধী ও নিরাপত্তা ইউনিটের (আকসু) তদন্ত প্রতিবেদনে দু বারের চ্যাম্পিয়ন গ্ল্যাডিয়েটর্সের পাঁচ ক্রিকেটারসহ নয়জনকে স্পট ফিক্সিঙের দায়ে অভিযুক্ত করে। এ সময় দল হিসেবেও অভিযুক্ত হয় গ্ল্যাডিয়েটর্স। এ ইস্যুতেই বিসিবি ও আইসিসিকে বিবাদী করে জজ কোর্টে গতকাল সোমবার মামলা করেছে গ্ল্যাডিয়েটর্স। গ্ল্যাডিয়েটরস মালিক সেলিম চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। ন্যায় বিচারের জন্য মামলা করেছেন জানিয়ে তিনি বলেন, আইসিসির তদন্ত প্রতিবেদন আইনসম্মত হয়নি। এ বিষয়ে বিসিবির কাছে আইনি নোটিশ পাঠানো হয়েছে।