স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক অ্যাড. মো. সোহরাব হোসেন এ তফসিল ঘোষণা করেন।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২০ ডিসেম্বর রোববার সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত ভোট। আজ মঙ্গলবার ৮ ডিসেম্বর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হবে। বিকেল সাড়ে ৪টায় প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা। আগামী ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনায়নপত্র দাখিল করতে হবে ১২ ডিসেম্বর সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত। দাখিলকৃত মনোনয়নপত্র বাছাই, বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ ১২ ডিসেম্বর আড়াইটায়। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ১৩ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ৮টা পর্যন্ত। চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ ১৩ ডিসেম্বর সোমবার রাত সাড়ে ৮টা। ভোটাধিকার প্রয়োগের সময় আগামী ২০ ডিসেম্বর সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত। ফলাফল ঘোষণার সময় ২০ ডিসেম্বর রোববার বেলা ২টা।
নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আহ্বায়ক এক প্রেসবিজ্ঞপ্তিতে জানিয়েছেন, সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ৫শ টাকা এবং অন্যান্য পদের জন্য ৩শ টাকা মূল্যে (অফেরতযোগ্য) মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে। মনোনয়নপত্র বাছাইয়ের সময় সংশ্লিষ্ট প্রার্থী বা প্রার্থীর প্রতিনিধিদের উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।
গতকাল সোমবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা প্রেসক্লাবে তফসিল ঘোষণার সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাব সভাপতি মাহাতাব উদ্দীন, সাধারণ সম্পাদক সরদার আল আমিন, নির্বাচন পরিচালনা কমিটির যুগ্ম আহ্বায়ক অ্যাড. হেদায়েত হোসেন আসলামসহ ক্লাবের কার্যকরি কমিটির সদস্যসহ অনেকে।