টিপ্পনী

খবর: (বারাদী বীজ উৎপাদন খামারের গরু কসাইয়ের কাছে বিক্রি করলেন ডিডি)

 

গরু বেচেও খাচ্ছো তুমি

আর কি নিচে নামবা-

কত টাকা কামাই হলে

বলো বাপু থামবা?

 

দানের টাকা ধানের টাকা

সব খেয়ে নাও তুমি কাকা

শেষে খেলে গরু,

খাও না ধরা খুব সহজে

কারণ দু হাত সরু।

 

করলে চুরি অনেক কিছু

রাখছো টাকা কোথা?

হারাম জিনিস খেয়ে খেয়ে

বিবেক তোমার ভোতা।

 

-আহাদ আলী মোল্লা