Xভালাইপুর প্রতিনিধি: আলমডাঙ্গার মাজহাদ গ্রামের পল্লী বিদ্যুতের সংযোগ দেয়ার কথা বলে উৎকোচ আদায় করা হচ্ছে। স্থানীয় কতিপয় যুবক মিটারপ্রাপ্তদের কাছ থেকে কৌশলে টাকা পয়সা আদায় করছে। অভিযোগকারীরা জানান, টাকা না দিলে সংযোগ পাওয়া যাবে না বলে ভয় দেখাচ্ছে।
গ্রামের অনেকেই অভিযোগ করে বলেন মাজহাদের মামুনের ভাগ্নে ডালিমের সহযোগিতায় বিদ্যুত সংযোগ দেয়ার নামে সবার বাড়ি থেকে কয়েক দফা উৎকোচ হিসেবে টাকা তোলা হয়েছে। কিছুদিন আগে গ্রামে বিদ্যুতের খাম্বা পড়ার পর থেকে চক্রটি মিটার সংযোগ দেয়ার কথা বলে টাকা তোলা শুরু করে। ৫শ টাকা থেকে এক হাজার টাকা পর্যন্ত ৫০ থেকে ৬০ বাড়ি থেকে নেয়া হয়েছে। কয়েকজন টাকা দিতে অস্বীকৃতি জানালে তাদেরকে মিটার ও বিদ্যুত সংযোগ দেয়া হবে না বলে হুমকি দিচ্ছে চক্রটি। এ ব্যাপারে মাজহাদের অভিযুক্ত রাজন বলেন আমরা এ পাড়ায় বিদ্যুত সংযোগের জন্য মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসে দরখাস্ত করেছি। বিভিন্ন সময় অফিসের কর্মকর্তাদের আবদার পূরণ করেছি। মাঝে মাঝে মেহেরপুর যাওয়া-আসা করতে হয়েছে। সেই কারণে মিটার প্রতি টাকা তুলছি। উৎকোচ আদায় বিষয়ে মেহেরপুর পল্লী বিদ্যুত অফিসের আরই কুমারেশ ও ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম মোবাইলফোনে বলেন এটা সরকারি কাজ। এতে সমস্ত খরচই সরকার বহন করে। এতে বহিরাগত বা দালালদের উৎকোচ তোলার কোনো সুযোগ নেই। এ বিষয়ে আমাদের কাছে লিখিত দিলে আমরা আইনানুগ ব্যবস্থা নেবো। ভুক্তভোগীরা মেহেরপুর পল্লী বিদ্যুত অফিস ও সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছে।