নাশকতা মামলার এজাহারভুক্ত একজন জামায়াতকর্মীসহ বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতভর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
অতিরিক্ত পুলিশ সুপার আহমারউজ্জামান এ তথ্য নিশ্চিত করে জানান, আটককৃতদের সোমবার আদালতের মাধ্যমে মেহেরপুর জেল হাজতে পাঠানো হবে।
এদিকে মেহেরপুরে নাশকতার অভিযোগে বিশেষ অভিযান চালিয়েছে পুলিশ। এই অভিযানে একজন জামায়াতের কর্মীসহ জেলার বিভিন্ন স্থান থেকে ভিন্ন মামলায় ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
মেহেরপুর জেলা পুলিশের বিশেষ শাখা সূত্রে জানা গেছে, রবিবার দিবাগত সারারাত ও সোমবার ভোর পযর্ন্ত অভিযান চালিয়ে জেলার সদর, গাংনী ও মুজিবনগর উপজেলা থেকে ১০ জনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে জিআর মামলার ৫ জন, ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ২ জন, ১৫১ ধারায় একজন ও নিয়মিত মামলায় ২ জনকে
দেখানো হয়েছে ।