পুলিশ দম্পতি মাহফুজুর রহমান ও তার স্ত্রী হত্যা মামলায় ফাঁসির রায়ের বিরুদ্ধে তাদের মেয়ে ঐশী রহমানের আপিল শুনানির জন্য গ্রহণ করেছে হাইকোর্ট। একইসঙ্গে ঐশীকে ২০ হাজার টাকা জরিমানা করে বিচারিক আদালতের দেয়া আদেশও স্থগিত করা হয়েছে। সোমবার বিচারপতি এম মোয়জ্জাম হোসেন ও বিচারপতি মো. বদরুজ্জামানের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়। নিজ পিতা-মাতাকে হত্যার দায়ে গত নভেম্বর মাসে ঐশীকে মৃত্যুদণ্ড দিয়েছিল ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল। একইসঙ্গে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। ট্রাইব্যুনালের এই রায় বাতিল করে ঐশীকে খালাস দেয়ার জন্য আপিলের আবেদন জানানো হয়। ঐশীর আইনজীবী অ্যাড. সুজিত চ্যাটার্জি আজ সোমবার হাইকোর্টে আপিল শুনানি গ্রহণের জন্য আবেদন জানান। তিনি বলেন, ঐশী শিশু ছিল। এবং তার বিচার হওয়ার কথা ছিল শিশু আদালতে। কিন্তু তার বয়স বাড়িয়ে তাকে দ্রুত বিচার ট্রাইব্যুনালে বিচার করা হয়। যা বেআইনী।
পরে শুনানি নিয়ে আদালত উপরোক্ত আদেশ দেন।