স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় ডাচ্ বাংলা ব্যাংকের ১৫১তম শাখা উদ্বোধন করা হয়েছে। গতকাল বেলা ১১টার দিকে ফেরিঘাট রোডস্থ কার্যালয়ে ফিতা কেটে ব্যাংটির দাফতরিক কার্যক্রমের শুভ উদ্বোধন করেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। পরে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। ডাচ্ বাংলা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের হুইপ জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি। বিশেষ অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু মিয়া ও চুয়াডাঙ্গা শাখা ম্যানেজার আশরাফুল আলম। এছাড়া বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রধান অতিথির বক্তব্য জাতীয় সংসদের হুইপ জেলা আ.লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি বলেন, বাংলাদেশ দিন দিন এগিয়েই যাচ্ছে। বর্তমানে কোনো স্থানেই কাঁচা বাড়ি চোখে পড়ে না। দেশের উন্নয়নে আ.লীগ সরকার ব্যাপক ভূমিকা রেখেছে। তবে কিছু জনগোষ্ঠী রয়েছে যারা দেশের ভালো চায় না। তারা দেশকে কিভাবে ধ্বংসের দিকে ঠেলে দেয়া যায় সে চিন্তায় বিভোর। তারা কোনো কিছুতেই দেশের উন্নয়ন দাবিয়ে রাখতে পারেনি। আ.লীগ সরকার ক্ষমতায় এসে দেশে যেসব উন্নয়ন সাধন করছে তা এ দেশের ইতিহাসে বিরল। ডাচ্ বাংলা ব্যাংক গরিব দুঃখি মানুষের সেবা নিশ্চিতকরণে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে। ব্যাংটির চুয়াডাঙ্গা শাখা এ জেলার মানুষের যথাযথ সেবা প্রদানে সচেষ্ট থাকবে বলে আশা করছি।
আরও বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক সায়মা ইউনুস, পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন, জেলা বিএনপির আহ্বায়ক অহিদুল ইসলাম বিশ্বাস, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার উদ্দিন জোয়ার্দ্দার দুলু মিয়া, চুয়াডাঙ্গা শাখা ম্যানেজার আশরাফুল আলম প্রমুখ। পরে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বাংলাদেশ স্বাধীন হওয়ার পেছনে যাদের অবদান সেই শহীদ মুক্তিযোদ্ধাদের আত্মার মাগফেরাত কামনা করে ও ব্যাংকের কার্যক্রম সঠিকভাবে পরিচালনার জন্য দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন চুয়াডাঙ্গা বায়তুল আমান জামে মসজিদের পেশ ইমাম মাও. আব্দুল মজিদ। ডাচ্ বাংলা ব্যাংটির সেভিং একাউন্টের প্রথম গ্রাহক হলেন জেলা প্রশাসক সায়মা ইউনুস।