জামজামি প্রতিনিধি: আলমডাঙ্গার জামজামি বাজার আশা ব্রাঞ্চের উদ্যোগে গতকাল রোববার ৯টায় ৩ দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা ফিজিওথেরাপি ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন আশা আলমডাঙ্গা জোনের আরএম মো. জাহাঙ্গীর আলম। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ক্যাম্পের উদ্বোধন করেন জামজামি ইউপি চেয়ারম্যান মো. নজরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জামজামি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো. রাহাব উদ্দিন, ঘোষবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মো. রেজাউল করিম। আশা জামজামি ব্রাঞ্চ ম্যানেজার মো. আকতারুজ্জামানের উপস্থাপনায় বক্তব্য রাখেন সংশিষ্ট ব্রাঞ্চের এবিএম মো. ছানোয়ার হোসেন, ব্যবসায়ী ইঞ্জিনিয়ার মাহফুজ আহমেদ, আমির হামজা, বকুল আহমেদ, তাপস চক্রবর্তী প্রমুখ। এ ক্যাম্পের চিকিৎসক হিসেবে চিকিৎসা প্রদান করেন ডা. মো. যুবায়ের আলম। উদ্বোধনী দিনে সংশ্লিষ্ট ব্রাঞ্চের অধীনে দুঃস্থ ও অসহায় অর্ধশত নারী-পুরুষ বিনামূল্যে স্বাস্থ্যসেবা নেন। ৩ দিনব্যাপী এ ফিজিওথেরাপি ক্যাম্প গতকাল রোববার উদ্বোধনী দিন বেলা ৯টা থেকে শুরু হয়ে প্রতিদিন বিকেল ৫টা পর্যন্ত চলবে।