ঈশ্বরদী প্রতিনিধিঃ পাবনার ঈশ্বরদীতে গতকাল সোমবার সকালেও দাশুড়িয়া ইউপি আওয়ামীলীগ অফিস , কিছু ব্যবসায়িক প্রতিষ্ঠান ও বিআরটিসি বাস ষ্ট্যান্ড ভাংচুর ও অগ্নি সংযোগ করেছে দৃর্বৃত্তরা।
জানা গেছে, আগেরদিন জামায়াত কর্মী জুলহাস হোসেন মুন্নাফ(৩০) হত্যার ঘটনায় বিক্ষুদ্ধ জামায়াত-বিএনপির কর্মীরা গতকাল সকালে প্রথমে দাশুড়িয়া ইউপি আওয়ামীলীগ অফিস ভাংচুর ও পরে সেখানে আগুন ধরিয়ে দেয়। একইভাবে যুবলীগ মূলাডুলি ইউপির সাধারণ সম্পাদক কামাল হেসেন মিঠুর দাশুড়িয়া মোড়ের ব্যবসায়িক প্রতিষ্ঠানে ব্যাপক ভাংচুরশেষে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার পর পরই জামায়াত বিএনপির ২/৩ হাজার কর্মী দাশুড়িয়া বাজারে শোডাউন দেয়। তাদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে। মুন্নাফ হত্যার প্রতিবাদে রবিবার রাতে জামায়াত- বিএনপির কর্মীরা শহরের ষ্টেশনরোডস্থ আওয়ামীলীগ অফিসে ভাংচুরশেষে আগুন ধরিয়ে দেয়। দমকল বাহিনীর কর্মীরা পুলিশের সহযোগিতায় এ আগুন নিভিয়ে ফেলে। অফিস পোড়ানোর প্রতিবাদে ছাত্রলীগ- যুবলীগ কর্মীরা তৎক্ষণাৎ মিছিল বের করলে শহরের রেলগেটে জামায়াত বিএনপির কর্মীদের সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। প্রত্যক্ষদর্শীরা জানান, এ সময় উভয় পক্ষ ২০ থেকে ২৫ রাউন্ড গুলি ব্যবহার করে। বিএনপি জামাতকর্মীরা রেললইনের উপর অবস্থান নিয়ে ছাত্রলীগ-যুবলীগ কর্মীদের দিকে বৃষ্ঠির মত পাথর নিক্ষেপ করতে থাকে। পুলিশ ও বিজিবি এসে পরিস্থিতি নিয়ণত্রণে নিয়ে আসে।
গতকাল সকালে দাশুড়িয়া ত্রিমোহনী সংলগ্ন ধান-চাতালের খোলা মাঠে জামায়াতকর্মী মুন্নাফের জানাযা শেষে গোরস্থানে দাফন করা হয়। এখন থম থমে অবস্থা বিরাজ করছে