মাহিদুল ইসলাম রিপন দিনাজপুর জেলা প্রতিনিধি ঃ
১৮ দলের ডাকা টানা ৬০ ঘন্টা হরতালের দ্বিতীয় দিনে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও পিকেটিং করেছে। এসময় জেল রোডস্থ দলীয় কার্যালয় সামনে পুলিশের সাথে সংঘর্ষ হলে মোকলেছুর রহমান নামের এক পুলিশ অফিসারসহ বিএনপির ৬ নেতাকর্মী আহত হয়েছে তবে হরতাল চলাকালীন সময়ে শহরের অধিকাংশ দোকান পাট ছিলো বন্ধ। রিক্সা-সাইকেল ছাড়া ভারী কোন যান চলাচল করতে দেখা যায়নি। শহরের বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
সোমবার ২৮ অক্টোবর ১৮ দলের ডাকা হরতালের দ্বিতীয় দিনে সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে বিএনপি ও এর অংগ সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও পিকেটিং করে। এসময় শহরের পৌরসভা ষ্টেশন রোড এলাকায় সকাল ৮টার সময় একটি মোটরসাইকেল ভাংচুর করে। শহরের জোড়া ব্রীজ, পুলহাট, লিলি মোড়, সদর হাসপাতাল মোড় এলাকায় রাস্তার উপরে টায়ারে আগুন লাগায় পিকেটাররা। এসময় শহরের বিভিন্ন স্থানে কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করে পিকেটাররা। সকাল থেকে শহরে কোন ধরনের ভারী যান চলাচল না করলেও রিক্সা-সাইকেল চলাচল করতে দেখা যায়। তবে সকাল থেকে ট্রেন চলাচল স্বাভাবিক ছিলো। শহরের অধিকাংশ দোকানপাট ছিলো বন্ধ। বেলা ১২টার সময় জেল রোডস্থ দলীয় কার্যালয় থেকে পৌর মহিলা দল একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি পৌর আহবায়িকা শাহিন সুলতানা বিউটি ও যুগ্ম আহবায়িকা মালার নেতৃত্বে এসময় উপস্থিত ছিলেন দিনাজপুর পৌরসভার মহিলা কাউন্সিলর পুতুল, মহিলা নেত্রী মোছাঃ মুক্তা বেগম প্রমুখ। এসময় মহিল দলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে পিকেটিং করেন।