গাংনীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাংনীতে বিজয় দিবস উদযাপনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

গাংনী প্রতিনিধি: নানা আয়োজনে এবারো মেহেরপুর গাংনীতে পালিত হবে মহান বিজয় দিবস। আগামী ১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হবে বিজয় দিবস অনুষ্ঠানের আনুষ্ঠানিক যাত্রা। গতকাল রোববার বিকেলে গাংনী উপজেলা পরিষদ সভাকক্ষে এক প্রস্তুতি সভায় দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার আবুল আমিন। অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ দিবস পালনের বিভিন্ন অনুষ্ঠানের মতামত তুলে ধরে ধরেন। অনুষ্ঠান সুন্দর ও সফল করতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন সংশ্লিষ্টরা। মহান বিজয় দিবস অনুষ্ঠানে গৃহীত অনুষ্ঠানমালার মধ্যে প্রত্যুষে ৩১ বার তোপধ্বনি, সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কুচকাওয়াজ ও ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠান। এছাড়াও হাসপাতাল ও এতিমখানায় উন্নত খাবার পরিবেশন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য সেলিনা আক্তার বানু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এমএ খালেক, উপজেলা চেয়ারম্যান মুরাদ আলী, গাংনী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকরাম হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাহিদুজ্জামান খোকন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মুন্তাজ আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম শফিকুল আলম, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম শাহ, উপজেলা যুবলীগ সভাপতি মোশারফ হোসেন, ইউপি চেয়ারম্যান আলম হুসাইন, আয়ুব আলী, সিরাজুল ইসলাম, গাংনী মহিলা ডিগ্রি কলেজ অধ্যক্ষ খোরশেদ আলী, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী নুরজাহান বেগম, পৌর আওয়ামী লীগ সভাপতি সানোয়ার হোসেন বাবলু, সম্পাদক আনারুল ইসলাম বাবু, গাংনী প্রেসক্লাব সভাপতি রমজান আলী, গাংনী উপজেলা প্রেসক্লাব সভাপতি আমিরুল ইসলাম অল্ডামসহ সরকারী কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠান সফল করতে ইভেন্ট অনুযায়ী পৃথক উপ-কমিটি গঠন করা হয়।