নিসচা’র কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদকের সাথে চুয়াডাঙ্গা জেলা কমিটির মতবিনিময়

স্টাফ রিপোর্টার: নিরাপদ সড়ক চাই নিসচার কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এসএম আজাদ হোসেনের সাথে চুয়াডাঙ্গা জেলা কমিটির নেতৃবৃন্দ মতবিনিময় করেছেন। গতকাল শনিবার সন্ধ্যায় নিসচার চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় চুয়াডাঙ্গা জেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন, নতুন সদস্য সংগ্রহ, সাংগঠনিক আলোচনা ও জেলার নিরাপদ সড়ক বিষয়ে আলোচনা করা হয়। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট আলমগীর হোসেন, যুগ্মআহ্বায়ক নুঝাত পারভীন, সদস্য সচিব মাবুদ সরকার, সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম, জাকির হোসেন, রিচার্ড রহমান, কহিনুর বেগম, শামিম হোসেন, মেহেদী হাসান, শামিম হোসেন বিপ্লব, হিরনুর রশিদ ও ফরিদ হোসেন জোয়ার্দ্দার।