স্টাফ রিপোর্টার: ১৫০ কোটি টাকা লোকসানের বোঝা ও গুদামে প্রায় ৬০ কোটি টাকার চিনি অবিক্রিত রেখে ঝিনাইদহের কালীগঞ্জ-মোবারকগঞ্জ চিনিকলে আখ মাড়াই মরসুম শুরু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে সংসদ সদস্য আব্দুল হাই ডোঙ্গায় আখ ফেলে উদ্বোধন করেন। এ সময় বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান একেএম দেলোয়ার হোসেন, ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার, ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাড. ওয়াহেদ জোয়ার্দ্দার, কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী ঠাণ্ডু, মোবারকগঞ্জ চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক মো. দেলোয়ার হোসেন, কেরু অ্যান্ড কোং এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম আরশেদ আহম্মেদ, পুলিশের কোটচাঁদপুর সার্কেল সিনিয়র সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম, বাংলাদেশ চিনিকল শ্রমিক-কর্মচারী ফেডারেশনের সভাপতি আতিয়ার রহমান, মোচিক শ্রমিক ইউনিয়নের সভাপতি রবিউল ইসলাম নবী, আখচাষি কল্যাণ সমিতির সভাপতি জহুরুল ইসলাম উপস্থিত ছিলেন। এবারের মরসুমে ৭৫ হাজার মেট্রিকটন আখ মাড়াই করে ৫ হাজার ৬২৫ মেট্রিকটন চিনি আহরণের লক্ষ্যমাত্রা রয়েছে। মিলটি এবার ৬০ কর্মদিবস চলবে বলে কর্তৃপক্ষ আশা করছে। চিনিকলে এবার আখ সংগ্রহের লক্ষ্যমাত্রা ছিলো এক লাখ ১০ হাজার মেট্রিকটন। আর চিনি আহরণের লক্ষ্যমাত্রা ছিলো ৮ হাজার ২৫০ মেট্রিকটন। কিন্তু মোচিক সেই লক্ষ্যমাত্রা অর্জন করতে পারেনি। বিশেষ করে এ বছর চিনিকলের ৮টি সাব-জোনের অধীনে এলাকার কৃষকরা তাদের জমিতে আখ রোপণ করতে অনীহা প্রকাশ করছেন। আখ চাষিরা জানান, আখ বিক্রি করে সময় মতো পাওনা টাকা না পাওয়ায় তারা আখ চাষ বন্ধ করে দিচ্ছেন।