স্টাফ রিপোর্টার: চুয়াডাঙ্গায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রথম আলো বন্ধুসভার উদ্যোগে মেয়েদের ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল ৩টায় সদর উপজেলা পরিষদ চত্বরে প্রতিযোগিতার উদ্বোধন করেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কেএম মামুনউজ্জামান।
বন্ধুসভার মেয়ে সদস্যদের জন্য আয়োজিত নকআউট ভিত্তিক এই প্রতিযোগিতায় সিনথিয়া ফাহারিয়া চ্যাম্পিয়ন, সাহানা আফরোজ জবা প্রথম রানারআপ ও তিন্নি বুলবুল দ্বিতীয় রানারআপ হয়েছেন। তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ প্রতিযোগিতায় আরো অংশ নেন শারমিন আক্তার মুক্তি, উম্মে নাম্মি জাহান মিথিলা ও ইতি খাতুন। খেলা পরিচালনা করেন বন্ধুসভার সদস্য জান্নাতুল ইসলাম শাকিল।
প্রতিযোগিতা চলাকালে প্রথম আলোর চুয়াডাঙ্গা প্রতিনিধি শাহ আলম সনি, চুয়াডাঙ্গা বন্ধুসভার সভাপতি আব্দুল ওহাব, সাধারণ সম্পাদক রনি আলম, বন্ধুসভার প্রতিনিধি সুইটি খাতুন, নুসরাত তামান্না মীম ও আশরাফুল হক উপস্থিত ছিলেন।