মেহেরপুর অফিস: রুরাল রি-কনস্ট্রাকশন ফাউন্ডেশন (আরআরএফ) এর বার্ষিক সাধারণসভা শেষে নির্বাহী কমিটি গঠন করা হয়েছে। ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে মীর রওশন আলী মনা সভাপতি ও ফিলিপ বিশ্বাস সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে আরআরএফ’র প্রধান কার্যালয় যশোরে অনুষ্ঠিত বার্ষিক সাধারণ সভায় তারাপদ দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর জেলা প্রশাসক ড. হুমায়ুন কবীর। শেষে ৭ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। ঘোষিত কমিটির নির্বাহী সদস্যরা হলেন শ্যামল চৌধুরী, শাহানাজ পারভীন, মঞ্জুয়ারা বেগম, জেসমিন বিপ্লবী দাস ও পিয়া মাগদেলনা রায়। মীর রওশন আলী মনা মেহেরপুর শহরের স্টেডিয়ামপাড়ার বাসিন্দা। তিনি ২০১৬-২০১৮ সময়ের জন্য জন্য সভাপতি নির্বাচিত হলেন।